পিরোজপুরে চুরি যাওয়া মালামাল ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার আটক ২

চুরি যাওয়া মালামাল ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার আটক ২
চুরি যাওয়া মালামাল ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার আটক ২


নিজস্ব প্রতিনিধি

পিরোজপুরের কাউখালীতে থানার তৎপরতায় ঘটনার ৬ ঘন্টার মধ্যে চুরি হওয়া স্বর্ন ও টাকা উদ্ধার সহ  ২ জনকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর বিকেল ৫ টার দিকে কাউখালী উপজেলার দাসেরকাঠি গ্রামের মো. মিজানুর রহমান সরদার তার চুরি হওয়া স্বর্ণ ও টাকা উদ্ধারের জন্য অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেন।  তথ্য প্রযুক্তির সহায়তায় একইদিন রাত ১০টার দিকে মোঃ আজিজ খানের ছেলে মোঃ মাহফুজ খান (২৩) ও মোঃ খায়রুল ইসলামের ছেলে মোঃ রাকিব (২০) আটক করা হয়। দুইজনের বাড়ি উপজেলার দাসেরকাঠি গ্রামে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান জানান, অভিযান পরিচালনা করে ৬ ঘন্টার মধ্যে চুরি যাওয়া স্বর্ন ও টাকা উদ্ধার এবং ২ চোরকে গ্রেপ্তার করে পুলিশ। আসামীদের রবিবার (২৭ অক্টোবর) তারিখ আদালতে প্রেরণ করা হয়েছে।আসামীদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বাকী মালামাল উদ্ধার ও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।



Previous Post Next Post