ভোলায় মা ইলিশ নিধন রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেটের উপর জেলেদের হামলা, আটক-১

ভোলায় মা ইলিশ নিধন রক্ষা অভিযানে ম্যাজিস্ট্রেটের  উপর জেলেদের হামলা, আটক-১

 

নিজস্ব প্রতিনিধি

 ভোলায় মা ইলিশ নিধন রক্ষা অভিযান পরিচালনা করতে গিয়ে জেলেদের হাতে হামলার শিকার হয়েছেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসানসহ  পুলিশ সদস্যরা। রোববার (২৭ অক্টোবর) বিকেলে জেলার বোরহানউদ্দিন উপজেলার তেঁতুলিয়া নদীতে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে আজাদ নামে এক জেলেকে পুলিশ আটক করেছে।



বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার বিকেলে একটি স্পিডবোট যোগে তিনি তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে যান। এসময় তার সঙ্গে পুলিশের ৩ সদস্য এবং ৫ জন নিরস্ত্র কর্মকর্তা-কর্মচারী ছিলেন। অভিযানে তিনি দেখেন, তেঁতুলিয়া নদীতে দুটি নৌকা দিয়ে প্রায় ২৫ থেকে ৩০ জন জেলে মা ইলিশ শিকার করছে। এসময় তাদেরকে ধরতে গেলে তারা নৌকা থেকে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে হেলাল নামের পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ২ জন গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারী জেলেরা নদীতে থাকা একটি চরে দৌড়ে পালিয়ে যান। এসময় সেখান থেকে আজাদ নামের এক জেলেকে আটক এবং দুটি নৌকা জব্দ করা হয়।


বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা মৎস্য আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলার এক নম্বর আসামি মোঃ আজাদ। এছাড়াও অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জন জেলেকে  আসামি করা হয়েছে।



Previous Post Next Post