নাটোরে জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা:)” শীর্ষক সেমিনার

 


আশিয়া আহমেদ, নাটোর প্রতিনিধি 

বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে সীরতুন্নবী (সা:) উপলক্ষ্যে “মানবাধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা:)” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

আজ ২৬ অক্টোবর ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১০.০০ ঘটিকায় নাটোর জেলা পরিষদ মিলনায়তনে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়। নাটোর জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী অধ্যাপিকা মোস্তাজিয়া বানুর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারী নুরুন্নিসা সিদ্দিকা, তিনি বলেন মহানবী (সা:) বিশ্ব বাসির জন্য রহমত স্বরুপ প্রেরিত হয়েছিরেন। পৃথিবীর জন্য কোন মানুষ কখন রহতম স্বরুপ প্রেরণ হয়? যখন তার কাছ থেকে কোন খারাপ, অকল্যান আশা করা যায়না। মহানবী (সা:) এর জীবন হলো পবিত্র আল কুরআনের বাস্তব নমুনা। মহান আল্লাহ তায়ালা মহানবী (সা:) এর উপরে আল কুরআন নাজিল করেছেন। এই কুরআনেরে আলোকে যদি আমরা আমাদের জীবন গড়তে পারি, আমাদের সমাজ গড়তে পারি তাহলেই আমাদের জীবন স্বার্থক হবে। 


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খোন্দকার আয়েশা সিদ্দিকা, বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সাবেক এম.পি শাহানারা বেগম এবং রাজশাহী অঞ্চল পরিচালক সাবরিনা শারমিন বনি, সেমিনারে প্রবদ্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শারমিন সুলতানা। 

উক্ত সেমিনারে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারী সাইফুন নাহার সানজু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইসমত আরা বেগম, ডাঃ শাহীনা খাতুন, নাটোর জেলা কর্মপরিষদ সদস্য শাহানাজ শেলী, জহুরা খাতুন, জুবাইদা কাকন লিপি, মাসুমা নাসরিন, নাটোর শহর শাখার সেক্রেটারী শাপলা ইয়াসমিন, সহকারী সেক্রেটারী নাজমে ইনশিরা স্পেনী, নীলুফার নুরানী এবং ফাতেমাতুজ জোহরা প্রমূখ।

Previous Post Next Post