ডেঙ্গুতে রাবি ছাত্রের মৃত্যু, শোক সইতে না পেরে চলে গেলেন নাফেরার দেশে বোনও

ছবি সংগৃহীত

নাটোর প্রতিনিধি: ফিরোজ আহমেদ 

মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম মুরাদ আহমেদ মৃধা।

ভাইয়ের মৃত্যুর খবর সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন বড় বোন দোলেনা বেগম। তাদের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায়। কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুইজনের মৃত্যুর ঘটনায়  এলাকায় চলছে শোকের মাতম।


 সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুরাদ। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার খাটাসখৈল গ্রামের আব্দুস সাত্তার মৃধার ছেলে। তার মৃত্যুর খবর শোনার পরই অসুস্থ হয়ে পড়েন চাচাতো বোন দোলেনা। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বোনের মৃত্যু ঘটে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে আসার পর মুরাদ জ্বরে আক্রান্ত হন। পরিবারের লোকজন স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা করাতে দেন। পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু ধরা পড়ে।
ছবি: সংগৃহীত


কয়েক দিন চিকিৎসার পরও সুস্থ না হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে লিভার ও কিডনির সমস্যা ধরা পড়ে মুরাদের। পরে পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নিয়ে যান। সেখানে ডাক্তাররা ডায়ালাইসিস করতে বললে তাকে আবার রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ডায়ালাইসিসে নেওয়ার পর সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুরাদের মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর গ্রামের বাড়ি নাটোরের বড়াইগ্রামে পৌঁছালে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে চাচাতো বোন দোলেনা বেগম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত নেওয়া হয় নাটোর হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
Previous Post Next Post