![]() |
বর্ডার গার্ড বাংলাদেশ ছবি সংগ্রহীত |
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া নাফনদী সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের সময় ৬৫ মিয়ানমার নাগরিককে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের দমদমিয়া বিওপি'র আওতাধীন নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে তাদেরকে প্রতিহত করে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, আমরা জানতে পারি টেকনাফের দমদমিয়া বিওপি'র আওতাধীন নাফ নদীর সীমান্ত এলাকা দিয়ে কিছু মিয়ানমার রোহিঙ্গা নাগরিক বাংলাদেশ অনুপ্রবেশ করবে। এ খবরে বিজিবি সদস্যরা ৬৫ জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে প্রতিহত করেছে। সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং যে কোন পরিস্থিতি মোকাবেলা করতে বিজিবি সীমান্ত এলাকায় সব সময় প্রস্তুত রয়েছে।
এদিকে গত, সোমবার দুপুরের দিকে টেকনাফের হোয়াইক্যং উলুবনিয়া পয়েন্টে থেকে একটি রোহিঙ্গা পরিবারের ৫ সদস্য অনুপ্রবেশের চেষ্টা করলে তাদেরকেও ফেরত পাঠায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)