ছাগলনাইয়া সীমান্তে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ছবি সংগ্রহীত


নিজস্ব প্রতিবেদক
ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে ২৩  চিনির বস্তা বহনকারী বাংলাদেশি শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

  সোমবার (৫ ফেব্রুয়ারি) রাত ২টার সময় ভারত-বাংলাদেশ সীমান্তের পূর্ব ছাগলনাইয়ার ৯৯ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পূর্ব ছাগলনাইয়া গ্রামের 
রাইসুল ইসলাম (১৯), সাইমুম হোসেন (১৯), 
সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪),  আরিফ হোসেন (২৪), করিম (২০),জামাল উদ্দিন (৪০),
ছাগলনাইয়ার  মটুয়া এলাকার  আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) এবং ইমাম হোসেন (২২) খোরশেদ (৩৮),

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, সোমবার রাতে ভারতের সমরগঞ্জ ও বাংলাদেশের পূর্ব ছাগলনাইয়া এলাকা মধ্যবর্তী সীমান্ত দিয়ে চিনির বস্তা বহনের কাজ করছিলেন শতাধিক বাংলাদেশি শ্রমিক। ওই সময় বিএসএফ ধাওয়া করে ২৩ জনকে আটক করে। বাকিরা পালিয়ে যান। 


ফেনীস্থ-৪ বিজিবি কোম্পানি কমান্ডার লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সোমবার রাতের ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মাঝে পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে ‘চোরাকারবারির অভিযোগে বাংলাদেশের ২৩ নাগরিককে আটক করা হয়েছে’ বলে দাবি করেছে বিএসএফ। বৈঠকে বিজিবিকে আটকদের একটি তালিকা দিয়েছে বিএসএফ। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আটক বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র আমাদের হাতে এসেছে। এ বিষয়ে আমরাও আইনগত প্রক্রিয়া গ্রহণ করব।


Previous Post Next Post