![]() |
ছবি সংগৃহীত |
নাটোর প্রতিনিধি ফিরোজ আহমেদ
নাটোরে পৃথক তিন স্থানে অভিযান চালিয়ে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহনের চাঁদাবাজি চক্রের মূলহোতাআশরাফুল ইসলাম (স্বপন) সহ ২৫ জনকে টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে (র্যাব-৫। সোমবার(৫ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার সিংড়া, লালপুর ও সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতারকৃতরা হলেন- চাঁদাবাজ চক্রের মূলহোতা চাঁদপুর ৪ নং ওয়ার্ড এলাকার আলহাজ্ব নইমুল হকের পুত্র আশরাফুল ইসলাম (স্বপন) (৪৫), বালু ঘোড়া ৬ নং ওয়ার্ড এলাকার মৃত আকবরের পুত্র আনোয়ার হোসেন বাবু (৫০), গোডাউন পাড়া এলাকার মিরাজুল ইসলামের পুত্র মোঃ আকরামুল ইসলাম (৩৮), মাদারীপুর ৪ নং ওয়ার্ডের মৃত ছলে মন্ডলের পুত্র মোঃ এরশাদুল (৪৮), মাদারীপুর ৪ নং ওয়ার্ডের মোঃ উকিল উদ্দিনের পুত্র মোঃ বাবুল খান (৪৭), চাঁদপুর ৪ নং ওয়ার্ডের জামাল উদ্দিন মন্ডলের পুত্র মোঃ মনসুর রহমান (৩৭), লিংগুইন ৭নং ওয়ার্ডের মৃত মনজিলা প্রামানিকের পুত্র মোঃ মোজাহার (৫৫), দমদমা তিন নং ওয়ার্ড এলাকার মৃত আমিন হোসেন সরদারের পুত্র বারেক সর্দার (৫৫), হাতিগাড়া দমদমা ৩ নং ওয়ার্ড এলাকার মৃত ওমর আলীর পুত্র মোঃ হাসান আলী (৫৬), বালুয়া বাসুয়া এলাকার মৃত আফসার প্রামানিকের পুত্র মোঃ জিয়াদুল ইসলাম (৫৫), কাটাপুকুর দমদমা ১ নং ওয়ার্ড এলাকার জামাল উদ্দিন প্রামানিকের পুত্র ফাইজুল ইসলাম (৩৫), এবং সরকার পাড়া, ৮নং ওয়ার্ড এলাকার মৃত শহিদ সওগারের পুত্র মোঃ আরিফুল ইসলাম (৩০), সকলেই নাটোর জেলার সিংড়া থানার বাসিন্দা।
নলডাঙ্গা থানার পাটুল এলাকার মোঃ ইসমাইল মোল্লার পুত্র আব্দুর রাজ্জাক (৪০), নাটোর সদর থানায় নবীনগর এলাকার মোঃ লছের প্রামানিকের পুত্র মোঃ বাবু প্রামানিক (৩৫), নলডাঙ্গা থানার পাটুল বাঁশভাগ এলাকার মৃত অরুণ সরকারের পুত্র মোঃ বেল্লাল হোসেন (৫৬), রাজশাহী জেলার বোয়ালিয়া থানার বোসপাড়া এলাকার মৃত আকরাম আলীর পুত্র মোঃ রুপস আলী (৪১), নাটোর জেলার নলডাঙ্গা থানাধীন রায়সিঙ্গপুর এলাকার মোঃ জুলহাস ব্যাপারীর পুত্র মোঃ ফারুক (৩৬), রামকৃষ্ণপুর এলাকার মৃত মিল্লা আলীর পুত্র মোঃ রানা (২৮), বালিতিতা ইসলামপুর এলাকার মৃত শাহাদৎ হোসেনের পুত্র মোঃ শাহাজাহান আলী (৬২), রামকৃষ্ণপুর এলাকার মোজাহার মন্ডলের পুত্র মোঃ আব্দুল খালেক (৬৫), জন্দইবগি এলাকার মৃত ছমের শেখের পুত্র মোঃ আজাহার শেখ (৫২), একই এলাকার মৃত ইমান আলীর পুত্র মোঃ আফজাল হোসেন (৬০), মহেশপুর এলাকার মোঃ রফিজ উদ্দিনের মোঃ রাইজুল ইসলাম (৩৫), গোপালপুর মধুবাড়ী এলাকার মৃত আঃ রাজ্জাকের পুত্র মোঃ রেজাউল করিম (৬২), বৈদ্যনাথপুর এলাকার মোঃ জানবত্ত মন্ডলের পুত্র মোঃ উজ্জল হোসেন (২৮), সকলেই নাটোর জেলার লালপুর থানার বাসিন্দা।
র্যাব নাটোর জানান, নাটোরের তিন উপজেলার পৃথক স্থানে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক, অটোরিক্সা এবং বাস থেকে স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ অর্থ ও চাঁদা আদায়ের রশিদ বইসহ চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে তিনটি থানায় মামালা দায়ের করা হয়েছে।