নাটোরে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

 


নিজস্ব প্রতিবেদক

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতির কালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাত পৌন ২টার দিকে উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

আজ বৃহস্পতিবার(২৬ অক্টোবর) বিকেলে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন-নাটোর জেলা সিংড়া উপজেলার কালিনগর এলাকার রুপচাঁদ আলীর ছেলে মোঃ সোহেল রানা (২৩), গুরুদাসপুর উপজেলার বেড়গঙ্গারামপুর এলাকার মৃত বক্কার প্রামানিকের ছেলে
২। মোঃ সুজন আলী (৩২) এবং একই উপজেলার মোঃ সাজেদুল ইসলামের ছেলে মোঃ আসাদুল ইসলাম (২৪)।

নাটোর জেলা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়া এলাকার জনৈক শাহাবুদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ডাকাতির প্রস্তুতিরকালে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজর ব্যবহৃত একটি মটরসাইকেল এবং ধারালো টিপ চাকু, লোহার পাইপের সাথে বিশেষ কায়দায় তৈরি সাইকেলের ধারালো চেইন, লোহার তালা কাটার যন্ত্রসহ দেশীয় চারটি অস্ত্র জব্দ করা হয়। এ ঘটনায় গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ সোহেল রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলাও রয়েছে।

Previous Post Next Post