নিজস্ব প্রতিবেদন
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বড় পুকুরিয়া রেলগেট ও ঠেঙ্গামারা রেলগেটের মাঝামাঝি স্থানে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার(২৫ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে রেললাইন ধরে ওই ব্যক্তিকে হেঁটে যেতে দেখেন স্থানীয়রা।পরে আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে নাটোর রেলস্টেশন মাস্টারকে বিষয়টি জানান।
নাটোর স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, খবর পেয়েই বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। সেখান থেকে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে তিনি জানান।