নিজস্ব প্রতিবেদক
নাটোরের নলডাঙ্গায় সংখ্যালঘুদের ওপর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা ও নির্যাতনের প্রতিবাদে এবং সন্ত্রাসীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী
বৃহস্পতিবার (২৬ শে অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ব্রিজ এলাকায় নলডাঙ্গা উপজেলাবাসির আয়োজনে এই কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে দাঁড়ানোর কিছুক্ষণ পরেই পুলিশ এসে তাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন করতে বাধা দেয়। পরে সাংবাদিকদের দেখে এবং মানববন্ধনকারীদের দাবীর মুখে ব্যানার ফিরিয়ে দেয়।
মানববন্ধনকালে বক্তব্য রাখেন অমলথ বিমল কুমারসহ ভুক্তভোগীরা। বক্তারা বলেন, নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম ও সন্ত্রাসী বাহিনী দীর্ঘদিন থেকে তাদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা সুপ্রিম কোর্টের রায় থাকা সত্বেও তাদের পুকুরে মাছ চাষে বাধা দিচ্ছে এবং জোড়পূর্বক পুকুর থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে। বাধা দিতে গেলে তাদের ওপর হামলা ও নির্যাতন চালাচ্ছে। এ ব্যাপারে তারা আব্দুল আলীম, তার ভাগ্নে আখতারুজ্জামান রিন্টু ও সমজান আলীর বিরুদ্ধে মামলা করলেও তাদের এখনও গ্রেফতার করা হয়নি। তারা এই অত্যাচারী আব্দুল আলমি ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার ও বিচারের দাবী জানান। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ প্রদর্শন করেন।