নাটোরে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন



নিজস্ব প্রতিবেদ

নাটোরের নলডাঙ্গা এক তরুনীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যার দায়ে মো. বাবু ও রইচ উদ্দিন নামের দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একসঙ্গে প্রত্যেককে ১ লক্ষ টাকা করে জরিমানাও করা হয়। এবং মামলা অপর ৫ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত  না হওয়ায় তাদের খালাস দেন আদালত।বৃহস্পতিবার(২৯ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি বাবু শেখ নওগাঁ জেলার রাণী নগর উপজেলার হরিশপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে এবং রইচ উদ্দিন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা।



খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- মো. সোহাগ, মো. রাকিব হোসেন, মো. আল-আমিন, মো. জিয়ারুল এবং মোঃ জামাল হোসেন।নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, ২০১৪ সালের ৬ মে রাতে নলডাঙ্গা উপজেলার খাজুরা মোল্লাপাড়া গ্রামে এক তরুনী তার নিজ ঘরে সুয়ে ছিল। এসময় আসামিরা তার ঘরে প্রবেশ করে ওই তুরুণীকে ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করে। সেই সঙ্গে ওই তরুণীর শরীরে থাকা স্বর্ণালংকার এবং মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় তারা। এই ঘটনায় পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর পর মামলার সাক্ষ্য ও প্রমাণ গ্রহণ এবং শুনানি শেষে আদালতের বিচারক বাবু ও রইচ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান। সেইসঙ্গে প্রত্যককে ১ লক্ষ টাকা করে জরিমানা করেন আদালত। এই মামলার অপর ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন আদালত।

Previous Post Next Post