নাটোরে টুয়েন্টি টাকা ফাউন্ডেশনের সংগ্রহীত অর্থ ও খাদ্য সামগ্রী ছাত্রদের নিকট হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের স্মরণকালের ভয়াবহ বন্যায় আক্রান্ত এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়ে নাটোরে নগদ অর্থ ও বিভিন্ন প্রকার শুকনো খাবার সামগ্রী সংগ্রহ করে ছাত্রদের নিকট হস্তান্তর করেছে  'টুয়েন্টি টাকা ফাউন্ডেশন' নামের একটি যুবক কিশোর দল।

 আজ বৃহস্পতিবার ২৯ আগস্ট বেলা ১১ টার দিকে নাটোর মাদ্রাসামোড়ে ছাত্রদের কাছে শুকনো খাবার  বিশুদ্ধ খাবার পানি চাল ডাল তেল হস্তান্তর করা হয়।



 টুয়েন্টি টাকা ফাউন্ডেশনের অন্যতম উদ্যোক্তা সোহেল রানা জানান  গত কয়েকদিন হলো তারা এই নগদ অর্থসহ  চালডাল   প্যাকেট করে ছাত্রদের হাতে তুলে দেন। 

উল্লেখ্য এই টুয়েন্টি টাকা ফাউন্ডেশন সারা বছর বিভিন্ন দুর্যোগ মুহূর্তে অর্থ সংগ্রহ করে আক্রান্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ বিতরণ করেন।

Previous Post Next Post