নিজস্ব প্রতিবেদক
নাটোরে বিএনপির ডাকা হরতাল ঢিলেঢালাভাবে চলছে। হরতালের কোন প্রভাব পড়েনি। হয়েছে হরতাল বিরোধী বিক্ষোভ, লাঠি হাতে মোটরসাইকেল শো ডাউন ও এক বিএনপি নেতাকে গুলি করে আহত করার অভিযোগ । বাস ও পণ্যবাহি ট্রাক সহ হালকা যানবাহন চলাচল করছে। শহরের কয়েকটি এলাকায় দোকানপাট খুলতে দেখা গেছে। সবজি বাজারগুলোতে লেনদেন স্বাভাবিক রয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে শহরের কোথাও হরতালের পক্ষে পিকেটিং চোখে পড়েনি। তবে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শহরের হরিশপুর বাস টার্মিনাল সহ শহরের গুরুত্বপুর্ন এলাকায় অবস্থান নিয়েছে। তারা বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ করে। এসময় তাদের কয়েকজনকে লাঠি হাতে দেখা যায়।আইনশৃংখলা বাহিনীর সদস্যদেরও বিভিন্ন গুরুত্বপুর্ন এলাকায় অবস্থান নিয়ে সর্তক অবস্থায় রয়েছে। এদিকে বাস-মালিক সমিতি হরতালে বাস চলাচলের ঘোষনা দেয়ায় দু-একটি বাস নাটোর থেকে ঢাকা ও রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে গেছে। এছাড়া সকাল থেকে অভ্যন্তরিন রুটেও বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে সকালে নাটোর স্টেশন বাজার এলাকায় নাটোরে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে গুলি করে আহত করার অভিযোগ করেছে বিএনপি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানায় তারা।
গুলি করে নেতাকে আহতর ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শরিফুল ইসমাম রমজান বলেন, আওয়ামী লীগের কোন নেতা-কর্মীরা এই ঘটনা ঘটায়নি। জেলা আওয়ামীলীগ শান্তি সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী শান্তিপূর্ণ ভাবে পালন করছে।