নিজস্ব প্রতিবেদক
নাটোরে নাশকতার চেষ্টাসহ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগে বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতাসহ জামায়াতের ৩৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) দিনগত রাতে জেলার সাত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৯ অক্টোবর) তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হয়েছে।
নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লালপুর উপজেলায় অভিযান চালিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর থানা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, লালপুর থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেলসহ ১২জনকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সিংড়া উপজেলা থেকে সিংড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, সুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি আকতারুজ্জামান বাবুলসহ বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গুরুদাসপুর উপজেলায় ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হেনা ও ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল গণিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে বড়াইগ্রাম উপজেলা থেকে থেকে বিএনপির ছয় নেতাকর্মী, বাগাতিপাড়া উপজেলা থেকে চারজন ও নাটোর সদর উপজেলা থেকে তিনজন এবং নলডাঙ্গা উপজেলা থেকে চারজনকে গ্রেফতার করা হয়েছে।