গাইবান্ধায় আদালতে প্রকাশ্যে পিস্তল উচিয়ে বিচারককে গুলির হুমকি তরুণ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধায় আদালত চলাকালীন সময় ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মো: বুলু মিয়াকে লক্ষ্য করে পিস্তল উচিয়ে গুলি করার হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আব্দুল হালিম (২৬) নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারিক কক্ষে এ ঘটনা ঘটে। তবে পুলিশ জানিয়েছে, ওই তরুণ মানসিক ভারসাম্যহীন এবং তার হাতে প্লাস্টিকের খেলনা পিস্তল ছিল



গ্রেফতারকৃত তরুণ আব্দুল হালিম সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে।


 

উক্ত ঘটনার সততা স্বীকার করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বিচারিক কার্যক্রম চলছিল। বেলা ৩টার দিকে হঠাৎ করে হালিম তার কাছে থাকা পিস্তল উচিয়ে বিচারককে লক্ষ্য করে গুলি করার হুমকি দেন। তাৎক্ষণিক কোর্ট পুলিশের সদস্যরা তাকে আটক করে।

তিনি আরো বলেন, আটকের পর পিস্তলটি জব্দ করা হয়। তবে সেটি ছিল প্লাস্টিকের খেলনা পিস্তুল। প্রাথমিকভাবে হালিমকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সদর থানার ওসি মো: মাসুদ রানা বলেন, আদালত চলাকালে ঘোরাঘুরি করছিল আব্দুল হালিম। একপর্যায়ে তিনি খেলনা পিস্তল দিয়ে বিচারককে গুলি করার হুমকি দেন। দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন তিনি। এ ঘটনার পর সদর থানায় একটি জিডি করেছে পুলিশ। পরবর্তীতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।


Previous Post Next Post