আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে: স্থানীয় সরকারমন্ত্রী

 



নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।


বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জে নবনির্মিত ফায়ার স্টেশন ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, অসাংবিধানিক সরকারের প্রস্তাব মানে খাল কেটে কুমির আনা। এর কারণে পৃথিবীর অনেক দেশ ভয়াবহ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি আরো  বলেন, জনগণের ভোটে সরকার নির্বাচিত হবে, কারও ইচ্ছায় নয়। সন্ত্রাস মোকাবেলা করে লাকসামে সুশাসন কায়েম করেছেন বলেও মন্তব্য করেন।

Previous Post Next Post