নাটোরে এইচএসসি পরীক্ষার হলে ছাত্রদল নেতার পরিদর্শন দলীয় পদ থেকে বহিষ্কার!
নিজস্ব প্রতিবেদক :
নাটোরের বড়াইগ্রামে গত (২৬ জুন) বৃহঃস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সামাজিক যেগাাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম বনপাড়ার ডিগ্রী কলেজে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার একটি হলে দাঁড়িয়ে কিছু একটি নির্দেশনা দিচ্ছেন শিক্ষার্থীদের । এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে সমালোচনা করে বলছেন, এইচএসসি পরীক্ষার হলে জনসাধারণে প্রবেশ নিষিদ্ধ থাকার পরেও একজন ছাত্রদলের নেতা নিয়ম অমান্য করে পরিক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেনা।
তবে পরীক্ষার হল পরিদর্শক ও পরীক্ষার হলে উপস্থিত অভিভাবকদের সাথে কথা বলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়।
অন্যদিকে নাটোর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদকের সিদ্ধান্তক্রমে দলীয় পদ থেকে রাকিব সরদার কে বহিষ্কার করা হয়েছে।