পটুয়াখালীর দুমকি উপজেলায়, মসজিদের ইমামের গরু লুট।

 



দুমকী উপজেলা( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়,  প্রকাশ্য দিবালোকে এক মসজিদের ইমামের  বাড়ি থেকে ৪টা গরু লুটের অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের মৃত আবদুল করিম হাওলাদারের কন্যা চিহ্নিত সুদ কারবারি লেডি সন্ত্রাসী পপি হাওলাদার (৩৫) ও তার বাহিনীর বিরুদ্ধে জোড়পূর্বক ওই গরু লুটের অভিযোগ ওঠেছে।

এ ব্যাপারে গরুর মালিক মাওলানা আবু সালেহ বাদি হয়ে দুমকি থানায় একটি গরু লুটের লিখিত অভিযোগ করেছেন।

পুলিশ ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তি বাউফল উপজেলার বগা ইউনিয়নের বাসিন্দা মৃত আঃ করিম হাওলাদারের মেয়ে চিহ্নিত সুদ কারবারি পপি আক্তারের নেতৃত্বে তাশমিম, হিরঞ্ছি ফারুক, সোহেল গাজীসহ ৫/৬জনের একটি সন্ত্রাসি বাহিনী নিজ উপজেলা বাউফল থেকে  অন্য উপজেলা দুমকির মুরাদিয়া ইউপির চরগরবদি গ্রামের মসজিদের ইমাম ও খতিব আবু সালেহ’র বাড়িতে আকস্মিক তান্ডব চালিয়ে তার গৃহপালিত ২টি বাচ্চাসহ মোট ৪টা গরু জোড়পূর্বক ট্রলারে উঠিয়ে লুঠ করে নিয়ে যায়। এঘটনায় ক্ষতিগ্রস্ত আবু সালেহ বৃহস্পতিবার সন্ধ্যায় দুমকি থানায় অভিযুক্তের বিরুদ্ধে গরু লুঠের অভিযোগ দায়ের করেছেন।

Previous Post Next Post