![]() |
চট্রগ্রামে আইনজীবিকে হত্যার প্রতিবাদেনা টোরে ছাত্র জনতা সমাজের বিক্ষোভ সমাবেশ |
নাটোর প্রতিনিধি
চট্টগ্রাম আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারিদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে নাটোরের সকল স্তরের ছাত্র জনতা সমাজ ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসুচি পালন করা হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ওবায়দুল্লাহ মীম, শিশির মাহামুদ, হাসিবুর রহমান সহ ছাত্র ও সাধরন জনগন।
সমাবেশে বক্তারা বলেন, চট্রগ্রামে আইনজীবি সাইফুল ইসলাম আলিফকে আদালত প্রাঙ্গনে নিশংসভাবে হত্যা করা হয়েছে। সেই সাথে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। এই সহিংসতাকে আমাদের ছাত্র জনতা রুখে দিবে। কোন অপশক্তি দেশে মাথা তুলতে পারবেনা।