নাটোরে সমবায় দিবস পালন




আশিয়া আহমেদ, নাটোর প্রতিনিধি

সমবায় গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদ্য  নিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তলন,র‍্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরে ৫৩  তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। 



গতকাল শনিবার সকাল ৯ টার সময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে  ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে র‍্যালি বের করা হয়। রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা  সভা অনুষ্ঠিত  হয়।  সভায় অন্যান্যের  মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ভারপ্রাপ্ত  মাছুদুর রহমান, জেলা সমবায় অফিসার হোসেন শহীদ, সবাবায় পরিদর্শক সুরজীত চ্যাটাজী, সময়বায় তদন্তকারী হান্নান হোসেন সহ  সুবিধা ভোগীরা। আলোচনা সভা শেষে  সুবিধা  বঞ্চিত  ৮ জন নারীর মাঝে ১ লক্ষ টাকা করে চেক বিতরন করা হয়। 



এ সময় বক্তারা বলেন,সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে।


Previous Post Next Post