শেরপুরে র‍্যাবের অভিযানে ২ ট্রাক ভারতীয় চিনি সহ আটক ১

 

শেরপুরে র‍্যাবের  অভিযানে ২ ট্রাক ভারতীয় চিনি সহ আটক ১

নিজস্ব প্রতিনিধি

শেরপুরে র‍্যাবের ১৪ অভিযানে দুই ট্রাক ভারতীয় চিনি সহ এক জনকে আটক করা হয়েছে।শুক্রবার(২৯ নভেম্বর)  দুপুরে জেলার সদর উপজেলার চুনিয়ারচর এলাকায় এ অভিযান পরিচালনা করে ২টি ট্রাকে ১২৫  বস্তায় ৬,১৭৫ কেজি ভারতীয় চিনিসহ আশরাফুল আলম সোহাগ নামে একজনকে আটক করা হয়। 

আটককৃত আশরাফুল চরপক্ষীমারী ইউনিয়নের চুনিয়ারচর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

র‍্যাব ১৪ জামালপুর ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানাধীন চুনিয়ারচর চরপক্ষীমারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তার উপর প্লাষ্টিকের বস্তায় মোড়ানো অবৈধভাবে ভারত থেকে আনা দুটি ট্রাক হতে চিনি আনলোড করছিল । এমন সময় র‍্যাব ১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মো. আশরাফুল আলম সোহাগ (৪৫) কে আটক করে এবং তার হেফাজতে থাকা ১১০ বস্তায় মোট ৫,৫০০ কেজি এবং অপর ১৫টি খোলা বস্তায় মোট ৬৭৫ কেজি সর্বমোট ৬,১৭৫ কেজি ভারতীয় চিনিসহ ২টি হলুদ রংয়ের ট্রাক জব্দ করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (পিপিএম-সেবা) মোঃ নাজমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করে আসামীকে চিনিসহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post Next Post