দুমকির লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাতক থাকলেও, মেম্বার খলিল শরীফ নিয়মিত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

 


দুমকি উপজেলা ( পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার ধুমকে উপজেলার লেবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে গা ঢাকা দিয়েছেন এখন আবার ডিএমপি অফিস ভাঙচুরের মামলায় পলাতক রয়েছে ।

 লেবুখালী ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে নেয়ার জন্য ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান ৯ নং ওয়ার্ড মেম্বার কে জেলা প্রশাসক কার্যালয় থেকে পত্র দিয়ে  কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। লেবুখালী ইউনিয়ন পরিষদের জনসাধারণ জানায় প্যানেল চেয়ারম্যান খলিল শরীফ নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যেমন পরিচয়পত্র দেয়া ওয়ারিশ সনদ দেওয়া জন্ম মৃত্যু সনদ দেওয়া আরো ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম নিয়মিত শুনামের সাথে চালিয়ে যাচ্ছে,

 প্যানেল চেয়ারম্যান খলিল শরীফ জানান সমস্যা থাকলেও আমি নিয়মিত অফিস করছি এবং জনসাধারণকে সেবা দিয়ে যা ৩০ কেজির ভিজিএফ চাল চালসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যাচ্ছেন জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে না ।বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, পালিয়ে বেড়াচ্ছেন। আমাদের এখানে পরিষদে মানুষ নিয়মিত সঠিকভাবে সেবা পাচ্ছে।

Previous Post Next Post