নাটোরে কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে সাধারন ছাত্র- ছাত্রীদের মতবিনিময় সভা

 



আশিয়া আহমেদ, নাটোর প্রতিনিধি

১৩জুলাই ২০২৩ বিএনপি কর্তৃক ঘোষিত সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক  সংস্কার ও অর্থনৈতিক মুক্তির  লক্ষ্যে  আগামীর দেশ নায়ক  তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা দাবীর মধ্যে ২৫ নং দাবী   সাধারন ছাত্র - ছাত্রীদের মাঝে তুলে ধরার লক্ষ্যে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 বুধবার ৩০ অক্টোবর বেলা ১২ টার সময় নাটোর নবাব সিরাজ উদ্-দৌলা  কলেজ ও দিঘাপতিয়া এমকে কলেজ এর আয়োজনে  এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধি টিমের সদস্য- সহ সভাপতি, নিজাম উদ্দিন  ; যুগ্ম সাধারণ সম্পাদক জিসান  ও সজীব  নাটোর জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম,সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সাংগঠনিক সম্পাদক চমক হাসান সহ সাধারন ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।  এই সময় তারা বলেন 

. বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদা-ভিত্তিকা শিক্ষা (Need based educa- tion) এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে (Knowl- edge based education) প্রাধান্য দেওয়া হইবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হইবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়িয়া তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হইবে।



 অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্টখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢালিয়া সাজানো হইবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদানখাতে গবেষণা ও উন্নয়নকে (Research and Development) সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। অনৈতিক আকাশ সংস্কৃতি ও সাংস্কৃতিক আগ্রাসন রোধ করা হইবে।

Previous Post Next Post