সুনামগঞ্জে আইফোনের জন্য নিজ খালাতো ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

 

সুনামগঞ্জে আইফোনের জন্য নিজ খালাতো ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি: 

সুনামগঞ্জে  আইফোনের জন্য  খালাতো ভাই ও খালাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মাদ্রাসা শিক্ষার্থী ও তার বন্ধু।


  মঙ্গলবার (২৯ নভেম্বর) সুনামগঞ্জ শহরের হাছননগরের নিজ বাসায় নৃশংসভাবে খুন হন ফরিদা বেগম ও তার কলেজ পড়ুয়া ছেলে মিনহাজুল ইসলাম (২০)। জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকার সাভার থেকে আটক ওই শিক্ষার্থী পুলিশের কাছে হত্যায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।

তিনি বলেন, পার্টি দেয়ার জন্য খালার বাসা থেকে আইফোন, টাকা ও স্বর্ণালংকার চুরির পরিকল্পনা করে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী। পরিকল্পনা অনুযায়ী গত মঙ্গলবার ভোরে বন্ধুকে নিয়ে আইফোন চুরি করার সময় ঘুম ভেঙে যায় খালাতো ভাই মিনহাজের। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে রান্নাঘর থেকে দা বটি  এনে খালাতো ভাই মিনহাজকে মাথায় ও গলায় কোপ দেয়। এসময় মিনহাজ মার্ডার মার্ডার বলে চিৎকার দিলে পাশের ঘর থেকে ছুটে আসেন তার মা ফরিদা বেগম। তখন তাঁকেও কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।

পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সন্দেহভাজন অভিযুক্তকে ঢাকার সাভার থেকে আটক করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। অপর অভিযুক্ত তার বন্ধুকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি। 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক, ডিবির ওসি আহম্মদ আলী। 

উল্লেখ্য গত মঙ্গলবার সুনামগঞ্জ শহরের হাছননগরে নিজ বাসায় নৃশংসভাবে খুন হন মা ও ছেলে। ওইদিন সকাল সাড়ে আটটায় কাজের বুয়া এসে ঘরের ভেতরে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের মানুষজন ছুটে আসেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

Previous Post Next Post