রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্রদের মশাল মিছিল



 নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের হামলাসহ দেশব্যাপী সহিংসতার প্রতিবাদে  ছাত্রলীগকে নিষিদ্ধের এট দফা এক দাবিতে সিরাজগঞ্জে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে  ষ্টেশন বাজার মুক্তির সোপানে এসে শেষ হয়। পরে  সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেন। এসময় বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদ সহ অনেকেই। 





সমন্বয়ক সেজান বলেন, ৫ আগস্ট রাষ্ট্রপতি বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অথচ গতকাল একটি জাতীয় দৈনিক পত্রিকাতে তিনি বলেছেন, তার কাছে কোনো পদত্যাগপত্র নেই। এই স্ববিরোধী বক্তব্য রাষ্ট্রপতির মর্যাদা নষ্ট করেছে। জনগণ এখন তার পদত্যাগ দাবি করছে। সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইশান  বলেন, রাষ্ট্রপতির বক্তব্যে আমরা অন্য কিছু ইঙ্গিত পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদ পুনরায় মাথা চাড়া দিয়ে উঠতে চাইছে। এই আওয়ামী ফ্যাসিস্ট রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছি। এরপরে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এছাড়াও আরো বক্তারা বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হওয়া উচিত নিরপেক্ষ। কিন্তু সাহাবুদ্দিন চুপ্পু তার বক্তব্যের মাধ্যমে স্বৈরাচারের দোসর হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তিনি যদি অতিসত্বর পদত্যাগ না করেন, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব। আমরা রাজপথে আছি।



Previous Post Next Post