নাটোরের বর্ষিয়ান আ.লীগ নেতা সাজেদুর রহমান খাঁন মারা গেছেন



নিজস্ব প্রতিবেদক

নাটোরের বর্ষিয়ান নেতা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সাজেদুুর রহমান খাঁন ৯০ বছর বয়সে মারা গেছেন।

রোববার(১৮ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কিডনীসহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘ ১৯ বছর নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এবং দুই বার জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

তাঁর প্রথম জানাজা বাদ আছর নাটোর কেন্দ্রীয় মসজিদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৬ টায় জন্মস্থান গোবিন্দপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

Previous Post Next Post