ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট -থানায় অভিযোগ


স্টাপ রিপোর্টার মোঃরবিউল ইসলাম

 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট করায় আক্তারুল ইসলাম নামের এক বখাটের  বিপক্ষে থানায় অভিযোগের খবর পাওয়া গেছে |

জানা যায় গত১৭ মার্চ ( রবিবার) বিকালে বিবাদী ০১৭৬২৯৬২৬৩৭/০১৭৮৩২৫৭১৩৭ নাম্বার দিয়ে আকতারুল ইসলাম আক্তার নামে একটি ফেসবুক আইডিতে আপত্তিকর/ মানহানিকর এবং কি ব্যক্তিগত আঘাত করে পেয়ার আলীর নামে পোস্ট করে যেটা অপরাধ যোগ্য বলে মনে করে সাংবাদিক সমাজ |

প্রবীন সাংবাদিক পেয়ার আলী উপজেলার বাংলাদেশ প্রেসক্লাব রানীশংকৈল শাখার সভাপতি | তাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য আক্তারুল ইসলাম নামের ব্যক্তিটি ফেসবুকে অগ্রহনযোগ্য/অসম্মানজনক  পোস্ট করেন |



বিবাদী আক্তারুল ইসলাম রানীশংকৈল উপজেলার কর্নাইট গ্রামের মৃত আলমের ছেলে |

আকতারুল ইসলাম আক্তার নামের আইডিটির বিরুদ্ধে পুর্বে আরো বিভিন্ন সম্মানি ব্যক্তির নামে আপত্তিকর/অসম্মানজনক ফেসবুকে পোস্ট করেছেন বলে জানা যায় | এর পিছনের  ইন্ধনদাতা/উসকানিদাতারা আজও ধরাছোয়ার বাইরে |


এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান-- থানায় অভিযোগ পেয়েছি |পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে |

Previous Post Next Post