স্টাফ রিপোর্টার, মোহাম্মদ রবিউল ইসলাম
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কিশোর গ্যাংয়ের লিডার,উদ্ভট প্রকৃতির,মাদক কারবারীদের সহযোগী ইউপি সদস্য ওয়াসিমসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার বাচোর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)। ৯ মার্চ ( শনিবার) সকালে রানীশংকৈল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করে ওয়াসিমসহ তার সহযোগীকে গ্রেপ্তার করা হয় এবং অপর দুর্ধর্ষ সহযোগী প্রিয় পলাতক |
গত ৪ মার্চ ( সোমবার) কুখ্যাত ওয়াসিম বাহিনী মনির ইসলামকে ফাকাঁ রাস্তায় আটকে মারপিট করে যখম সহ সাথে থাকা টাকা বাইক ছিনতাই এবং প্রাননাশের হুমকি দেওয়ার অপরাধে তাকে গ্রেফতার করে আজ সকালে (১০ মার্চ) জেল হাজতে প্রেরন করা হয়েছে | তাঁদের বিরুদ্ধে মনির ইসলাম ফাকাঁ রাস্তায় আটক করে মেরে জখম সহ ডিসকভারি বাইক ছিনতাই এবং ৫০ হাজার টাকা চাদা দাবী প্রেক্ষিতে থানায় চাদাবাজীর মামলা করা হয়।
রানীশংকৈল থানা এএসপি রেজাউল হক জানায়-- আমরা একটি লিখিত অভিযোগ পায়, অভিযোগকারীকে পথরোধ করে মারপিট করে এবং সাথে থাকা টাকাসহ বাইকটি ছিনিয়ে নেয় |এ বিষয়ে আমরা তদন্ত করলে তার বাইকটি উদ্ধার করা হয় এবং সত্যতা প্রমান হওয়ায় ওয়াসিমসহ তার সহযোগীকে আটক করা হয় এবং একটি অবৈধ চাদাবাজীর মামলায় আটক করে পরে জেল হাজতে প্রেরণ করা হয় |