![]() |
জয়পুরহাট জেলার সদর থানাধীন এলাকা র্যাবের অভিযানে কাঁচাসবজি ও পণ্যবাহি ট্রাকের গতিরোধ করে চাঁদা আদায়কারী তোফাজ্জল কে চাঁদাবাজির নগদ টাকা ও সরঞ্জামসহ গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট ক্যাম্প। রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন কলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়
গ্রেফতারকৃত মোঃ তোফাজ্জল হোসেন (৪৬), জয়পুরহাট জেলার সদর থানার পাকড়ডেরা এলাকার মোঃ পাঁচকর মন্ডলের ছেলে।
র্যাবের প্রেস ব্রিফিং সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি চৌকস আভিযাানিক দল ৪ই ফেব্রুয়ারি বিকাল সাড়ে পাঁচটার সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন কলাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা আদায় করার সময় চাঁদা আদায়ের নগদ টাকাসহ চাঁদাবাজ মোঃ তোফাজ্জল হোসেন (৪৬), কে গ্রেফতার করে।
উল্লেখ্য, আটককৃত তোফাজ্জল দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার সদর থানার কলাবাজার এলাকায় কাঁচা সবজি ও পণ্য পরিবহনের ট্রাক হতে স্থানীয় রাজনীতিবীদ ও সিটি কর্পোরেশন এর নাম ব্যবহার করে চাঁদা তুলে আসছিল। সে সাধারণ ড্রাইভার কে বিভিন্নভাবে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত, যেন কেউ তার চাঁদাবাজীর ব্যাপারে মুখ না খুলে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।