র‍্যাব ৫ নাটোর ক্যাম্পের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নাটোর প্রতিনিধি

 র‍্যাব-৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের অভিযানে রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম আহম্মেদ (৩২) গ্রেফতার। শনিবার ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টার সময় রাজশাহী জেলার বাঘা থানাধীন ০৫নং বাউশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আড়পাড়া গ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত শামীম আহম্মেদ রাজশাহী জেলার বাঘা থানাধীন আড়পাড়া এলাকার মৃত আক্তার মন্ডলের ছেলে।

নাটোর র‍্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‍্যাব-৫ সিপিসি ২ এর একটি আভিযানিক দল রাজশাহী জেলার বাঘা থানাধীন ০৫নং বাউশা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডের আড়পাড়া গ্রাম এলাকায় শনিবার ৩ ফেব্রুয়ারি রাত সাড়ে তিনটার সময় অভিযান পরিচালনা করে ৪৮ গ্রাম হেরোইন ১৫৯ পিস ইয়াবা ট্যাবলেট একটি মোবাইল দুইটি সিম কার্ড সহ শামীম আহম্মেদ (৩২), কে গ্রেপ্তার করে।

 র‍্যাব আরো জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে জব্দকৃত আলামত হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।

উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Previous Post Next Post