বাউফলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার!!

মোঃ মামুন হোসাইন। স্টাফ রিপোর্টার 

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় লিমা আক্তার (২৭) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার( ১১ই ফেব্রুয়ারি) উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের হাসু হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে। লিমা আক্তার ওই বাড়ির জহির হাওলাদারের স্ত্রী। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জহির হাওলাদার ঢাকায় দিনমজুরির কাজ করেন। জহির ও লিমা দম্পতির বড় মেয়ে মাইসা (৭) কয়েকদিন আগে অসুস্থ হওয়ার পর তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান দাদা ও দাদি। লিমা তার ছেলে আরাজ (৪) ও ননদ কাকলি আক্তারকে নিয়ে বাড়িতেই ছিলেন। রোববার সকালে ননদ কাকলি আক্তার এনজিওর কিস্তি দেয়ার জন্য বাড়ির বাইরে যান। কাকলি দুপুর ২টার দিকে বাড়ি ফিরে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখে ডাক চিৎকার শুরু করেন। কোনো সারা না পেয়ে বাড়ির লোকজন এসে উকি দিয়ে ঘরের দোতলায় আঁড়ের সঙ্গে  রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় লিমার লাশ দেখে পুলিশকে খবর দেয়। 



এরই মধ্যে ওই বাড়িতে গ্রামের উৎসুক মানুষ ভিড় করেন। বিকালে পুলিশ লিমার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বিষয়টি নিশ্চিত করে বলেন, কিভাবে লিমা আক্তারের মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।


Previous Post Next Post