নাটোরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ প্রার্থীর মধ্য ১২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 


নাটোর প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর জেলার চারটি সংসদীয় আসনে ৪৩ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১২ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এসময় ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাছাইয়ে ১২ প্রার্থীকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঁঞা বাতিল ঘোষণা করেন।




আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১৪ প্রার্থীর মধ্যে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাতিলকৃত প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কর্ণেল (অব) রমজান আলী, হুমায়ুন কবির, এসকেন আলী, জাসদ প্রার্থী মোয়াজ্জেম হোসেন,  স্বতন্ত্র প্রার্থী সায়েদুল ইসলাম।

নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে ৬ জন প্রার্থীর মধ্য একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল কৃত প্রার্থী হলেন— স্বতন্ত্র প্রার্থী কোরবান আলী।

নাটোর-৩ (সিংড়া) আসনে ১২ জন প্রার্থীর মধ্য চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল কৃত প্রার্থীরা হলেন— জাপার প্রার্থী আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, সুপ্রিম পার্টির রুস্তম আলী, স্বতন্ত্র প্রার্থী শামসুল ইসলাম।
নাটোর- ৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ১১ প্রার্থীর মধ্য দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল কৃত প্রার্থীরা হলেন— জাতীয় পার্টি-জেপি এস এম সেলিম রেজা এবং স্বতন্ত্র প্রার্থী সুজন আহমেদ।

উল্লেখ্য, নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ধার্য করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেস্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেস্বর। ১৮ ডিসেম্বর প্রাথীদের প্রতীক বরাদ্দ এবং ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা ১৯ দিন ভোটের প্রচার-প্রচারণার সময় পাচ্ছে। ৭ জানুয়ারি সারাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Previous Post Next Post