মো: জাহিদুল ইসলাম নাটোর প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা চুরি যাওয়া তেলের ড্রামসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরি কাজে ব্যবহত একটি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার(৩ নভেম্বর) দিনগত রাতে নাটোর সদরে দিঘাপতিয়া চক ফুলবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ গোলাম হোসেন (৪১) নারায়নগঞ্জ জেলার সিদিরগঞ্জ থানার আইলপাড়া (উত্তর) এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানান, শুক্রবার(৩ নভেম্বর) দিনগত রাতে নলডাঙ্গা বাজারে জেনারেল স্টোরের সামনে থেকে পাঁচটি তেলের ড্রাম একটি নীল পিকআপে উঠিয়ে বাসুদেবপুরের দিকে রওনা করে। এসময় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পিকআপের পিছনে ধাওয়া করে পুলিশ। পুলিশের টহলরত একটি টিম শাখারীপাড়া মোড়ে পিকআপ গাড়িটি আটকে বেরিকেড দিলে বেরিকেড ভেঙ্গে দ্রুত বেগে বাসুদেবপুর হয়ে নাটোর সদরের তেলকুপির রাস্তা দিয়ে যেতে থাকে। নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের চকফুলবাড়ী সাজির মোড় জনৈক মোঃ মনোয়ার হোসেনের মুদি দোকানের সামনে চোরাইকৃত তেলসহ পিকআপটি আটক করে। এরপর গাড়ি থেকে দুই আসামি দৌড়ে অন্ধকারে পালিয়ে যায়। এসময় পিকআপ গাড়ির চালককে আটক করে। চুরি হওয়া প্লাষ্টিকের তিনটি পামওয়েল ও দুইটি সয়াবিন তেলের ড্রাম উদ্ধার করা হয়।এ ঘটনায় মোঃ আব্দুস সালাম থানায় লিখিত এজাহার করলে মামলা দায়ের করা হয়। অভিযুক্ত পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ জানান।