নিজস্ব প্রতিবেদক
গত ২৮ শে অক্টোবর ঢাকায় সরকারি দায়িত্ব পালনরত
অবস্থায় বি.এন.পি ও জামাত সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম (পারভেজ) এর নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবীতে মানববন্ধন করেছে নাটোর জেলা শাখার মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম কেন্দ্রীয় কমান্ডার কাউন্সিল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) বেলা ১১ টার সময় নাটোর কানাইখালি পুরাতন বাস স্ট্যান্ড প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়
মো: রাজিব হোসেন শাপলা সভাপতিত্বে ও মজিবুর রহমান ভূইয়ার সঞ্চালনায় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, মো: বাবুল হোসেন, মো: বেলাল হোসেন, মো: শাহনেওয়াজ, মোঃ খায়ের উদ্দিন, মো: মতিন, মোঃ আ: বারেক, আনোয়ার হোসেন, সোহেল রানা, মনিরুজ্জামান মাসুম, আ: নূর তুষার সহ বীর মুক্তিযোদ্ধাগণ
বক্তা গণেরা উক্ত মানববন্ধনে ২৮ শে অক্টোবর ঢাকায় সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় বি এন পি ও জামাত সন্ত্রাসীদের হামলায় পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল ইসলাম (পারভেজ) এর নৃশংস হত্যাকান্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।