নাটোরে জয় কালী দীঘিতে সুষ্ঠভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত


মো:জাহিদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্ত শৃংখল  পরিবেশে পূজা শেষে সনাতন ধর্মের সবচেয়ে বড় পূজা শ্রী শ্রী দূর্গা পূজার শেষ দিনে। নাটোর শহরের জয়কালী দীঘিতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে।


 মঙ্গলবার (২৪ অক্টোবর)  বিকেল তিনটা থেকে শহরের বিভিন্ন স্থান থেকে দুর্গা প্রতিমা ট্রাকে করে নিয়ে এসে বঙ্গোজ্জ্বল ঘাটে বিসর্জন অনুষ্ঠিত হয়। নাটোর পৌরসভার ৩৯ টি মন্ডপ এবং মন্দির থেকে এই প্রতিমা গুলো এই ঘাটে আনা হয়। এই ঘাটের পাশে সিসিটিভি মনিটরিং সেলে প্রতিমা বিসর্জন পর্যবেক্ষণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নাটোর জেলা শাখার সভাপতি ও পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। 



এখানকার দুটি ঘাটে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক নিয়োজিত থেকে এই প্রতিমা বিসর্জনে সহযোগিতা করেন । কতৃপক্ষ কোন রকম দুর্ঘটনা ছাড়াই  নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করেছেন। 



Previous Post Next Post