ঢাকায় বাসে আগুন দেওয়া সেই আব্দুর রশিদের মরদেহ লালপুরে দাফন

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের হরতালে ঢাকার মোহাম্মদপুরে বাসে আগুন দিয়ে পালানোর সময় ছাদ থেকে পড়ে নিহত সেই আব্দুর রশিদের মরদেহ নাটোরের লালপুরে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।


সোমবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নাগদহ (শোভ) নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।



এর আগে, সকাল সোয়া ৯টার সময় লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের নাগদহ নিজ গ্রামের বাড়িতে মরদেহটি এসে পৌঁছায়। 

লালপুর থানার কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বিষয়টি দৈনিক আমার নাটোর কে নিশ্চিত করেন।

মৃত আব্দুর রশিদ(৩৫) উপজেলার চংধুপইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ গ্রামের মৃত খলিলের ছেলে এবং তিনি ঢাকায় এক্সপোর্টের প্যান্ট তৈরি কাজ করতেন।

৩ নম্বর চংধুপইল ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম জানিয়েছেন, আব্দুর রশিদ অনেক বছর ধরেই ঢাকায় বসবাস করেন। সে ঢাকার আদাবর থানার ৩০ নং ওয়ার্ডের বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ছিলেন।

গত রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে ঢাকার আসাদ এভিনিউয়ে মোহাম্মদপুর টাউন হল বাজারের কাছে ‘পরিস্থান পরিবহন’ একটি যাত্রীবাহী বাসে রশিদ আগুন দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে জাকির হোসেন রোডের নির্মাণাধীন একটি ৭ তলা ভবনের ছাদে গিয়ে উঠেন। তারপর সেখান থেকে তিনি ৩ তলা ভবনের ছাদে লাফ দেন। কিন্তু দুই ভবনের মাঝখানে পড়ে তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে ঐদিন দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেন।

Previous Post Next Post