বাগাতিপাড়া প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় শারদীয় দুর্গা পূজায় প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কূসল কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার সময় উপজেলার গালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কূসল উপজেলার বিহারকোল গ্রামের উৎপল সিংহের ছেলে এবং ঢাকার আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল আযম খান এ তথ্য নিশ্চিত করে বলেন, শারদীয় দুর্গা পূজায় দশমীতে সকল আনুষ্ঠানিকতা শেষ করে গালিমপুর সার্বজনিন পূজা উদযাপন কমিটির লোকজন ও কূসল কুমার সিংহসহ সন্ধ্যার দিকে প্রতিমা বিসর্জনের জন্য বড়াল নদীতে যাচ্ছিলেন।
এসময় মন্দিরের পাশে থাকা বৈদ্যুতিক তার আকষ্মিক ভাবে ছিড়ে এসে কুশল সিংহের পায়ে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সোয়া
বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই কূসল কুমার সিংহের মৃত্যু হয়েছে।