সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় গ্রেফতার ১

 

সিংড়ায়  সেনাবাহিনীর অভিযানে ট্রাক থেকে চাঁদা উত্তোলনের সময় গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক
নাটোরের সিংড়ায় চলন্ত ট্রাক থামিয়ে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সোমবার (৫ মে)  বেলা সোয়া এগারোটার সময় সিংড়া উপজেলার নাটোর -বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়। 

আটককৃত মোঃ আসাদুজ্জামান মামুন (৩৫) সিংড়া থানার চৌগ্রাম কাজলাহার পাড়া, এলাকার মৃত আনসার আলীর ছেলে।
   জানা যায়, গত ১৫ দিন যাবত চৌগ্রাম বাসট্যান্ড এলাকায় চলন্ত যানবাহন (ট্রাক) হতে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো আসাদুজ্জামান মামুন ও তার সহযোগীরা। 

উপজেলার চৌগ্রাম বাজারে চাঁদা আদায়ের খবর পেয়ে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিক্তিকে অভিযান পরিচালনা করে তাকে  আটক করেছে। 


প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা আদায়ের বৈধ অনুমোদনের কোন কাগজপত্র বাংলাদেশ সেনাবাহিনীকে দেখাতে পারেনি।
পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিংড়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী। 


Previous Post Next Post